Ananda Mohan College

Address : Ananda Mohan College, Mymensingh.

Mobile : 091-65677

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

আনন্দ মোহন কলেজ

ময়মনসিংহ

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অএ কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদেরকে ০৭/১২/২০২২ তারিখে বোর্ড কর্তৃক প্রকাশিত ভর্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির আলোকে আগামী২২/০১/২০২৩তারিখ বৃহস্পতিবার থেকে ২৬/০১/২০২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২.০০ ঘটিকার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হলো ।

উল্লেখ কোটায় মনোনয়ন প্রাপ্তদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপর্যুক্ত প্রামাণ্য ( মুক্তিযোদ্ধাদের বেলায় সরকার স্বীকৃত সনদ এবং তাঁদের পোষ্যদের ক্ষেত্রে পোষ্য সনদ এবং ক্ষেত্রে যথাযথ সনদ ) দাখিল করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উচ্চ মাধ্যমিক ভর্তির নিয়মাবলি

১. কলেজের ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্টেট কপি নিয়ে উচ্চ মাধ্যমিক শাখায় আসতে হবে।
২. পরীক্ষার রোল এবং নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে শিওরক্যাশের মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে এবং শিওরক্যাশ সংরক্ষণ করতে হবে।
৩. খাম সংগ্রহ করে নিম্নোক্ত ডকুমেন্ট গুলো ভিতরে এবং খামের উপর কলেজ কর্তৃক প্রদত্ত রোল নম্বর, নাম লিখে জমা দিতে হবে।
৪. বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এর মুলকপি এবং ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও প্রবেশপত্র, রেজিঃকার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা/ মাতার নামে মোবাইল ব্যাংকিং একাউন্ট নং, পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৪ কপি রঙ্গিন (পাসপোর্ট সাইজ ) ছবি সহ প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে প্রসপেক্টাসসহ অন্যন্যা নির্ধারিত সামগ্রী গ্রহণ করতে হবে।
ভর্তির জন্য নির্ধারিত ফি ঃ
শাখা বেসরকারি ফি (বোর্ড ফি সহ) সরকারী ফি সর্বমোট
বেতন ভর্তি ফি
বিজ্ঞান ২৭০৫/- ২৪০/- ২০/- ২৯৬৫/-
ব্যবসায় শিক্ষা ২৬০৫/- ২৪০/- ২০/- ২৮৬৫/-
মানবিক ২৬০৫/- ২৪০/- ২০/- ২৮৬৫/-

বিঃ দ্রঃ যদি পাঠ বিরতি থাকে অর্থাৎ ২০২১ সনের পূর্বে এস.এস. সি পাশ করে থাকে তবে বোর্ড কর্তৃক নির্ধারিত অতিরিক্ত ১৫০/- ভর্তি চলা কালীন সময়ে জমা দিতে হবে।

*** ক্লাস শুরু দিন থেকে কলেজ কর্তৃক নির্ধারিত পোষাক পরিধান করে ক্লাসে উপস্থিত বাধ্যতামূলক ( পোষাক সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি কমিটির / প্রসপেক্টাস হতে জানা যাবে।

*** নোটিশ ও ভর্তি সংক্রান্ত কার্যক্রম ঠিকানাঃ

অধ্যক্ষ
আনন্দ মোহন কলেজ
ময়মনসিংহ
আহবায়ক
উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটি-২০২৩
আনন্দ মোহন কলেজ
ময়মনসিংহ

কপিবন্টন

১. উপাধ্যক্ষ, অত্র কলেজ;

২. কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , ময়মনসিংহ;

৩. আহবায়ক, উচ্চ মাধ্যমিকভর্তি কমিটি, অত্র কলেজ;

৪.আহবায়ক, উচ্চ মাধ্যমিক মনিটরিং কমিটি, অত্র কলেজ;

৫. প্রধানসহকারী, অত্র কলেজ ( কলেজ ওয়েবসাইট ও ফেইসবুক প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন);

৬. হিসাবরক্ষক, অত্র কলেজ;

৭. সংরক্ষণ নথি।