Teacher Profile

Mohammad Fakhrul Hassan

24th BCS, Cadre ID - 015009

Assistant Professor

জনাব মোহম্মদ ফখরুল হাসান ২৫/০৭/২০২২ তারিখে সহকারি অধ্যাপক হিসেবে আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগে যোগদান করেন। তিনি ১৯৯৩ সালে ময়মনসিংহ জিলা স্কুল হতে এসএসসি পরীক্ষায় এবং ১৯৯৫ সালে আনন্দ মোহন কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি একই কলেজ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৯৮ সেশনে হিসাববিজ্ঞানে (সম্মান) ও ১৯৯৯ সেশনে হিসাববিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ০২/০৭/২০০৫ তারিখে শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি গোল-ই-আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোরে এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ কর্মরত ছিলেন। ব্যানবেইস এ তিনি এসডিজি-৪ এর ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করেন সেইসাথে তিনি এডুকেশন ডেটা টেকনিক্যাল কমিটির একজন সদস্য ছিলেন। তিনি National Indicator Framework (NIF), Data Mapping & Data Action Plan, Data Quality Assessment Framework (DQAF) National Strategy for the Development of Education Statistics and Action Plan for Bangladesh (NSDES & AP) প্রস্তুতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালে UNESCO এর আমন্ত্রণে থাইল্যান্ডে অনুষ্ঠিত Asia-Pacific Meeting on Education (APMED) এবং ২০১৯ সালে UNICEF এর আমন্ত্রণে MICS-EAGLE Thematic Workshop at Bangkok, Thailand এ অংশগ্রহণ করেন এছাড়াও তিনি দেশে অনুষ্ঠিত এসডিজি-৪ এর ওপর অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। অদ্যাবধি তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।