Teacher Profile

Piklu Sarker

32th BCS, Cadre ID - 024384

Assistant Professor


জনাব পিকলু সরকার  আনন্দ মোহন কলেজে হিসাববিজ্ঞান বিভাগে ৩০/১২/২০২১ তারিখে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি ১৪/০৬/২০১৫ তারিখে অত্র কলেজে প্রভাষক পদে যোগদান করেন । তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনন্দ মোহন কলেজ হতে ২০০৮ সালের বিবিএস (সম্মান) ১ম শ্রেণী ডিগ্রী অর্জন করেন এবং ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএস ডিগ্রী ১ম শ্রেণী অর্জন করেন। তিনি ৩২ তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে প্রভাষক পদে ৩০/১০/২০১৩ তারিখে নবাব সিরাজউদৌলা  সরকারী কলেজ, নাটোর-এ প্রথম যোগাদন করেন। পরবর্তীতে তিনি বদলী হয়ে আনন্দ মোহন কলেজে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।
ক্যাডার সার্ভিসে চাকুরিকালে তিনি ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট এ অনুষ্ঠিত Training of the trainers (TOT) প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও ২০১৬ সালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ঢাকা থেকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি ২০১৯ সালে মালয়েশিয়াতে অবস্থিত University of Nottingham এ মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত সিইডিপি এর অধীনে ১৭তম বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স  কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি বিভিন্ন বিষয়ে যে সকল স্বল্পকালীন প্রশিক্ষণে অংশগ্রহন করেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল সজনশীল প্রশ্ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ, Professional Development in ICT training program, Integrity practices & strategy, Office Management & procedure.
তিনি বিবিএ অনার্স ২য় বর্ষের সিলেবাস অনুযায়ী “ Taxation in Bangladesh " গ্রন্থের সহপ্রনেতা ।
তিনি ২০১৩ সালে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে দীর্ঘ ৯ বছর যাবৎ সুনামের সাথে পেশাগত দায়িত্ব
পালন করছেন।