14th BCS, Cadre ID - 002088
Head of the Department
অধ্যাপক মুশফীক আহাম্মদ ১২/০৯/২০১৮ তারিখে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ৩১/১২/২০১৮ তারিখে হিসাববিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এর পূর্বে ৩০/০৮/২০১২ তারিখ থেকে আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহে হিসাববিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ সালে বি.কম. (সম্মান) ডিগ্রী অর্জন করেন এবং ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.কম. ডিগ্রী অর্জন করেন। তাছাড়া তিনি ১৯৯১ সালে মোল্লা হাফিজ এন্ড কোম্পানী হতে সিএ কোর্স সমাপ্ত করেন। তিনি ১৪'শ বিসিএস এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে প্রভাষক পদে ১৮/১১/১৯৯৩ তারিখে শহীদ স্মৃতি সরকারী কলেজ, ময়মনসিংহে প্রথম যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সান্তাহার সরকারী কলেজ, বগুড়ায় ২৮/০১/২০০২ তারিখে যোগদান করেন। তিনি ২৯/০১/২০০৩ হতে ১৩/০২/২০১১ তারিখ পর্যন্ত জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে পর্যায়ক্রমে প্রশিক্ষণ বিশেষজ্ঞ এবং সহকারী পরিচালক (অর্থ) পদে প্রেষণে কর্মরত ছিলেন। তিনি ২০০৬ সালে ভারতের নয়াদিল্লীতে অবস্থিত National University of Educational Planning and Administration (NUEPA) হতে Educational Planning and Administration বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি থাইল্যান্ডের ব্যাংকক-এ অবস্থিত Asian Institute of Technology থেকে ২০০৩ সালে Education Management and Trainer Training শীর্ষক চার মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেন। তাছাড়া তিনি UNESCO আয়েজিত একাধিক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ে যে সকল স্বল্পকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা গবেষণা পদ্ধতি, শিক্ষা পরিকল্পনা ও উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং অব দি ট্রেইনারস্, কম্পিউটার এ্যাপ্লিকেশন, বিষয়ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ইত্যাদি। তাঁর লেখা ৩টি রিসার্চ আর্টিক্যাল NAEM Journal এ প্রকাশিত হয়েছে। তিনি বিবিএ কোর্সের ৩য় বর্ষের সিলেবাস অনুযায়ী Cost Accounting এবং বিবিএ ৪র্থ বর্ষের জন্য Research Methodology গ্রন্থের সহলেখক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপজেলা সদর ময়মনসিংহের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে বিশেষ সম্মাননা পদক লাভ করেন। ২০২১ সালের এপ্রিল মাসে আনন্দ মোহন কলেজ, জার্নাল এ Corporate Social Responsibility (CSR) Practise in Banking Sector of Bangladesh: A Critical Review নামে একটি আর্টিকেল প্রকাশিত হয়। তিনি ১৯৯৩ সালে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে দীর্ঘ ২৮ বছর যাবৎ নিষ্ঠা ও সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন।