স্মারক নংঃ-
ব্যবস্থাপনা বিভাগের ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০১৯-২০ সেশনের নিয়মিত ও পূর্ববর্তী সেশনের অনিয়মিত ও মানউন্নয়ন পরীক্ষার ফরম পূরণ আগামী ২৫-০৯-২০২২ ইং তারিখ হতে ২৬-০৯-২০২২ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে ফরম পূরণ করে বিভাগে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো ।
ফরম পূরণের নিয়মাবলি :
১। নিয়মিত শিক্ষার্থীদেরকে পরীক্ষার ফরম পূরণ ফি বাবদ (ফরম পূরণ ফি: ২৫৫০ + সেশন ফি: ৩০৮০) মোট ৫৬৩০/- টাকা শিওর ক্যাশের মাধ্যমে জমা দিয়ে ফরমের উপর ঞৎধহংধপঃরড়হ নম্বর ও সার্বক্ষণিক খোলা মোবাইল নম্বর ইংরেজিতে লিখে জমা দিতে হবে।
২। অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ ফি বাবদ (ফরম পূরণ ফি: ২৫৫০ + সেশন ফি: ৩০৮০) মোট ৫৬৩০/- টাকা অবশ্যই কলেজের হিসাব শাখায় পরিশোধ করতে হবে।
৩। মানোন্নয়নের ক্ষেত্রে ফরমে উল্লেখিত টাকার সাথে ৫০০/- টাকা যোগ করে অবশ্যই কলেজের হিসাব শাখায় পরিশোধ করতে হবে।
ডাউনলোড কপির সাথে যেসব কাগজপত্র সংযোজন করতে হবে।
১। সদ্য তোলা দুই (০২) কপি পাসর্পোট সাইজের ছবি (ছবির পিছনে নাম ও রেজি: নম্বর লিখে জমা দিতে হবে।)
২। অনার্স এর রেজিস্ট্রেশন কার্ডের ১ কপি ফটোকপি।
৩। ইন্টারনেট হতে ডাউনলোডকৃত ফরম।
৪। মানোন্নয়ন ও অনিয়মিতদের ক্ষেত্রে টাকা জমার রশিদ ও পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট এর কপি।