Department of Physics

পদার্থ বিভাগের ইতিহাস । বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠকাল থেকেই পদার্থ বিদ্যা বিভাগের যাত্রা শুরু। প্রথমেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং পরবর্তীতে স্নাতক পর্যায়ে পদার্থবিজ্ঞান কোর্স চালু হয়। স্বাধীনতাপূর্ব কালেই আনন্দমোহন কলেজে বাংলা এবং ইতিহাস – এ দুটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। তারপর একই পথ পরিক্রমায় ১৯৭২ সালে পদার্থবিজ্ঞানসহ আরও আটটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ১৯৭২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘ বিশ বছর সুনামের সাথে অনার্স পর্যায়ে পাঠদান কার্যক্রম চললেও মাস্টার্স শেষ পর্বের কোর্স চালু হয় ১৯৮৮-৮৯ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ১৯৯২ সালে । তারপর ১৯৯৪ সালে চালু হয় মাস্টার্স প্রথম পর্বের কোর্স। বর্তমানে স্নাতক (পাস) কোর্স ছাড়া সবগুলো কোর্সই চালু আছে। শুরু থেকেই এ বিভাগটি কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ঐতিহ্যবাহী এ বিভাগ থেকে অধ্যয়ন শেষে প্রায় প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে থেকে বি,সি,এস সাধারণ ও প্রফেশনাল ক্যাডারে, সরকারী অন্যান্য নন ক্যাডার পদে এবং বিভিন্ন বেসরকারী সেক্টরের চাকুরীতে নিযুক্ত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হচ্ছে। বর্তমানে এ বিভাগে সম্মান শ্রেণীতে আসন সংখ্যা ১১৫। পদার্থ বিদ্যা বিভাগের কার্যক্রম শুরুর সময় থেকে অদ্যাবধি পদার্থ বিদ্যা বিভাগে ১টি অধ্যাপক, ১টি সহযোগী অধ্যাপক, ২টি সহকারী অধ্যাপক, ৩ টি প্রভাষক ও ২ টি প্রদর্শক এর পদ রয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এ বিভাগের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিলেন দেশের খ্যতনামা বেশ কজন পন্ডিত শিক্ষক। বিদ্যমান পদের সংখ্যা কম হলেও বর্তমানে সবগুলো পদই পূর্ণ রয়েছে। একজন অধ্যাপকের সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ বিভাগের শিক্ষাসহ অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যেক শিক্ষকই শিক্ষার যথাযথ মান সংরক্ষণের ব্যপারে অত্যন্ত মনোযোগী এবং কলেজের নির্ধারিত ক্লাস রুটিন অনুসারে তাঁরা নিয়মিত তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসসমূহ পরিচালনা করে থাকেন। শিক্ষার্থীদের পাঠগ্রহণ কার্যক্রম মূল্যায়নের জন্য নিয়মিত কুইজ ও ক্লাস টেস্ট গ্রহণ করা হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে চূড়ান্ত পরীক্ষার আগে প্রতি বর্ষে চূড়ান্ত পরীক্ষার আদলে বিভাগীয় মডেল টেস্ট গ্রহণ করা হয়। আধুনিক শিক্ষাদান পদ্ধতিঃ বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি পণ্য, বদলে যাচ্ছে শিক্ষাদান পদ্ধতি। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডঃ এম, এ, মাননান এর সাহসিক ও যুগোপযোগী সিদ্ধান্তের ফলে পদার্থ বিদ্যা বিভাগে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর। বর্তমানে অত্র বিভাগের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর অধিকাংশ ক্লাস ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গ্রহণ করা হয়, যেখানে আলোচ্য বিষয়ের পর্যাপ্ত এনিমেশন ও ভিডিও প্রদর্শণের মাধ্যমে জটিল ভৌত ঘটনাগুলোকে সহজ ও চিত্তাকর্ষকভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীরা সহজেই বিষয়বস্তু অনুধাবন করতে পারে অন্যদিকে শ্রেণী কার্যক্রমের প্রতি মনোযোগী যথেষ্ঠ হচ্ছে। বিভাগীয় সেমিনার লাইব্রেরীঃ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক অধিক জ্ঞানচর্চার জন্য অত্র বিভাগে রয়েছে প্রায় ২৫০০ বই সমৃদ্ধ সেমিনার লাইব্রেরী। প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত সিলেবাসের আলোকে বইপত্র সংগ্রহ করে সেমিনার লাইব্রেরীকে আরও সমৃদ্ধ করার প্রক্রিয়া চালু আছে। এছাড়াও শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানসহ নিজ দেশ ও আন্তর্জাতিক চলতি ঘটনাবলী জানার ব্যপারে সহায়তা করার জন্য ২টি দৈনিক পত্রিকা রাখা হয়। বিভাগীয় গবেষণাগারঃ উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ব্যবহারিক কোর্সের জন্য রয়েছে সমৃদ্ধ গবেষণাগার। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত সিলেবাসের আলোকে প্রতি বছরই গবেষণাগারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সংখ্যা আরও বৃদ্ধি করার প্রক্রিয়া চালু আছে। এ বিভাগে থিসিস পর্যায়ে গবেষণার কাজকর্ম উল্লেখযোগ্য না হলেও একে চালু করার চেষ্টা করা হচ্ছে। সহপাঠ্যক্রমিক কার্যক্রমঃ কলেজের অন্যান্য বিভাগের মত এ বিভাগেও সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বিভাগে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। কলেজ আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ উপজেলা, জেলা ও বিভিন্ন সংগঠন কতৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা যেমন-আবৃত্তি, বিতর্ক, রচনা, উপস্থিত বক্তৃতা, খেলাধূলা ইত্যাদিতে এ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে আসছে। ইতোমধ্যে এসব প্রতিযোগিতা থেকে বেশ কিছু পুরস্কারও এ বিভাগের ছাত্র-ছাত্রীরা অর্জন করেছে। বিষয় কোর্স চালুর তারিখ: অনার্স ১৯৭২ মাস্টার্স ১৯৯২ প্রিলি মাস্টার্স ১৯৯৪ পদের সংখ্যা অধ্যাপক ১ জন সহযোগী অধ্যাক ২ জন সহকারী অধ্যাপক ৪ জন প্রভাষক ৪ জন ভৌত সুযোগ সুবিধা ক্লাশ রুম ২ টি ল্যাব ৩ টি সেমিনার ১ টি

Teacher's statistic
Designation Total post Active Vacancy
Professor 1 1 0
Associate professor 1 2 -1
Assistant professor 2 3 -1
Lecturer 4 4 0
Student's statistic
Class Student (Male) Student (Female) Total
Honour's 425 525 950
Master's 125 200 325